পাখিরা উড়ে বেড়ায়
মেলে দুটি পাখা,
মুক্ত মনে ঘুরে বেড়ায় পাই
অনেক সমুদ্রের দেখা।
নীল আকাশের মেঘের গায়ে
পাখিদের উড়তে দেখলাম আজ,
উড়ে উড়ে পেখম মেলে
অনেক পাখিদের সাজ।
হরেক রকমের পাখি আছে
ভালো লাগে ময়না,
দয়া মায়াহীন হৃদয় নিয়ে
তাদের খাঁচায় বন্দী করো না।
পাখির মুক্ত ভালোবাসায়
ছেড়ে দাও স্বাধীন করে,
তোমার মায়ায় পরে পাখি
আবার আসিবে ফিরে।
পাখিদের দেখে তুমি
শিকারীর তীর নিওনা হাতে,
তাদেরকে উড়তে দাও
নিজের মন মতে।
কবিতা- কবি।