গ্লানির কোদালগুলো সচল হলেই
চলে যাবে মুসাফির!
বাতাসে ভাসবে বিধুর ঘোষণার ধ্বনি অবিরত!
নগরীর জনস্রোত হাতড়ে একগুচ্ছ আর্তনাদ —
আগরবাতি আর আতরের মুহুর্মুহু বিষাদে আরও রঙীন হয়ে উঠবে যখন –
তোমাদের বলি; বিদায় তবে।
ব্যানারে শোকাভিভূত বাণীর সাথে শিয়রে রাখা কয়েকটি ফুল শুকানোর আগেই সবাই চোখ মুছে নিও। আমার আত্মা শান্তিতেই রবে।
এখানেই সব শেষ নয়,
একবার হারিয়ে বাঁচতে শেখো।
ফসিলের মত টিকে থাকার চেয়ে
মানুষের জন্য চলে যাওয়া শ্রেয়৷
আঁধারে পাথেয় যে নির্ভীক অতিমান
মোম আর মশালে খোঁজো না তাকে।
একবার পিছুটান ছিঁড়ে গেলে মুসাফির থামে না
শোকার্ত স্মৃতিগুলো রেখে দিও
তোমাদের দেয়ালে।
✍️সৈয়দ ইমাম-লেখক,কবি ও সংগঠক