Take a fresh look at your lifestyle.

মুসাফির

1,113

 

আমি এক মুসাফির এ-ই ধরাতে,
ছোট বেলা ছিল কত বাঁধা মায়াতে।

কৈশর শুরু হলো কিছু পিছু টান,
যৌবনে যেন এক বিষাদমান।

চলেছি পথ একা ধূ-ধূ মরুভূমি,
উত্তপ্ত বালুকাময় সঙ্গি পথচ্ছবি।

নিভূ-নিভূ করে আশা পিদিম আলো,
আশা ছাড়ি নাই নিশী হোকনা যতই কালো।

সকল যাতনার পর আশা দেখবো নতুন ভোরে,
ঐ যে আবছায় দেখছি সবুজের ফিরে।

অতি স্বল্প পথ পাড়ি দিয়ে ফিরবো এবার নীড়ে ।।

 

মনিরুজ্জামান মনির – কবিও এডমিন চেতনায় সাহিত্য।

Leave A Reply

Your email address will not be published.