Take a fresh look at your lifestyle.

মেঘমল্লার

240

খুব কড়া বর্ষার মত শীত নেমেছে
আমি অজস্র ধরেছি তাকে;
আর বেশী এগুতে পারি না,
এত ভালো লাগে,এত ভালোবাসাবাসি
কোথাও গিয়ে শীতরাত্রির মত জড়োয়া চাদরে
অনুভূতি থেমে থাকে,
সারা রাত্রিকাল;
কী যে ভালোলাগে! এই ধরিত্রী,এই ফুল নিঃশ্বাসের মত শুধু ঝরে যেতে থাকে;
আমাকে কাঁদায়- হাসায় জড়ায় দ্বৈত – আবেগে!

 

হাসনা জাহান মায়া- কবি ও সাহিত্যিক। 

Leave A Reply

Your email address will not be published.