যদি এ বছর,
নীল আইডির সবুজ বাতিটা নিভে যায়,
না জ্বলে কখনো কভু আর !!
যদি এ বছর,
নীল কাব্য চিরতরে থেমে যায়,
যদি মাতাল না হোতে পারে,
প্রেম বিরহের নীল কাব্য রসে,
অনলাইনের বন্ধু ও ফলোয়ার !!
যদি এ বছর,
নীল পাণ্ডুলিপির কাব্যিক নীল শব্দবিন্যাস
উবে যায়,
হয়ে যায় বর্ণহীন সাদা পাতা !!
যদি এ বছর,
নীল কাব্য লিপিতে জমে ধুলোময়লা,
ভূরিভোজে নায়ক থাকে উঁইপোকা !!
যদি এ বছর, দু’হাজার বাইশে,
নীল কবি !! সেচ্ছায় চলে যায় না ফেরার দেশে,
এক রুদ্ধশ্বাস আত্মহননে !!
যদি অনাদরে চির নিদ্রায় শায়িত হয় নীল কবি,
কোন এক ছোট্ট অচিনঘরে !!
যদি ঝরে যায় !! যদি ঝরে যায় নীল কবি জীবনের
চিরহরিৎ পৃথিবী, এক উন্মাদ অভিমানে !!
তবে কি কেউ তাকে মনে রাখবে ??
ঝাপসা হবে কি, ক্ষণিকের তরে,
তার চোখের কনীনিকা ??
গড়িয়ে পড়বে কি তার !!
তা….র !! দুফোঁটা !! বিরহ অ শ্রু জ ল ??
নীল কবিতা__কবি ও লেখক