সেদিন মদ্যপ অবস্থায়, ঢুলতে ঢুলতে,
তোমার বিছানায়, বালিশের পাশে রেখে দিলাম, দীর্ঘদিনে জমে পাথর হওয়া,
আমার একটুকরো আসমানী নীল দুঃখ !!
বুকের গহীনে তিলেতিলে জমে ভারি হওয়া,
এক আকাশ নয়,
সাত, সাতটি নীল আকাশের অভিমানী কষ্ট
জমা থেকে,
মাত্র একটুকরো দুঃখ তোমার কাছে রেখে,
আজ নীরবে আমি চলে গেলাম একা !!
যখন দেখবে ও বুঝবে তুমি,
ক্ষণে ক্ষণে, অতি যত্নে তোমারই অনিরুদ্ধ অবহেলায়
আবিষ্ট হয়েই, সৃষ্টি হয়েছে এই আসমানী নীল দুঃখ,
তখন, তারই বিপরীত প্রতিক্রিয়া
তোমাকে আষ্টেপৃষ্টে গিলে খাবে !!
দুমড়ে – মুচড়ে – কুঁকড়ে যাবে তুমি,
অপরাধ বোধে বোবা কান্নায় বুক ভাসাবে
তোমারই দুইটি অবাধ্য চোখ !!
কেউ শুনবে না, কেউ দেখবেও না,
আমার মতোই তুমি তখন, একাকী হয়ে যাবে !!
যদি কখনো ছুঁয়ে দাও !!
যদি কখনো ছুঁয়ে দাও তোমার বালিশের পাশে
অনাদরে পড়ে থাকা,
আমার নীল দুঃখ অকৃপণ প্রেমে,
তবে তা চিরহরিৎ পৃথিবীর,
বর্ণালী রূপের স্বর্ণালি আকাশ হবে !!
আর যদি না ছুঁয়ে দাও !!
যদি না ছুঁয়ে দাও তবে, আমৃত্যু নীলই রয়ে যাবে !!
নীল- কবি ও সাহিত্যিক।