যাবার জায়গা
যখন কোথাও যাওয়ার জায়গা থাকে না
আমি তোমার কাছে আসি, পাশে বসি
একদিন তুমি বললে, যাবার জায়গা নেই তাই আসো!
কথা সত্য, তবু খুব মন খারাপ করে আমি ফিরে আসি
সত্যটা জানাই ছিল, শুধু তোমার মুখে শুনবার প্রস্তুতি ছিল না।
জানো না, যার নেই তাকে নেই বলা কত কষ্টের!
এখন সারা পৃথিবী আমার যাবার জায়গা
আমি সবখানে যাই, মানুষের কাছে গিয়ে
সবার মুখের দিকে চেয়ে চুপ করে বসে থাকি।
কেউ বলতে পারে না, তোমার যাবার জায়গা নেই।।
মুজতাহিদ ফারুকী- কবি,সাহিত্যিক ও কলামিস্ট।