মাঝি,, কই যাও!???
এই ঘোর আধারে আমারে একলা ফালায়,,
যাইয়না মাঝি!!!
আমি যে তোমারে ছাড়া ভীষণ ডরাই এই লোকালয়,
শূন্য হৃদয় জুড়ে দুঃখ আসে তোমারে ছাড়া,
সবুজের সমারোহ বিকৃত লাগে মাঝি,তোমায় ছাড়া!
এই পদ্মা পেরিয়ে যাইয়োনা মাঝি দূর প্রান্তে,
তুমি যে আছো মাঝি জীবন সীমান্তে!!!!!
হোসেন মিঙার ময়না দ্বীপ,
আমি যাবনা মাঝি,
ঐখানেও যে এখন দূর্নীতি মাঝি,
তুমি যে খানেই যাওনা কেন মাঝি,,
দূর্নীতি তোমাকে ছাড়বে না,
আকরে ধরবে,
ও মাঝি তুমি চাকরি লইবে,ময়না দ্বীপে,
আমি যে কত্তো ভাইবা দিলাম,কিন্তু!!!!,,,,,
প্রায় সব দ্বীপই এখন খটখটে,,, পিএসসি ছাড়া এখন উপায় নাই,,
সব ছাইড়া চলনা মাঝি,,
কোন দূর দূরান্তে,,
পৃথিবীর শেষ প্রান্তে,,
যেখানে কোন দূর্নীতি, প্রশ্নফাঁস,ঘুষ,নাই,,
তারা শুধু মেধা দেখেই বিচার করে,
যে দ্বীপে গরীব বাবা,মা,তোমাকে আমাকে নিয়ে সুখের ঘরে আনন্দ গড়ে,,
যে দ্বীপে পড়াশোনার একটা সম্মান আছে, আছে মূল্যায়ণ,আছে সঠিক ব্যবস্হা,,
যে দেশে ছাত্র ছাত্রী দের ও পড়ার আছে মনমানসিকতা,,
সেখানে আমারে লইয়া যাইবা!
শরিফা খাতুন – কবি ও সাহিত্যিক।