রাজদীপের স্মরণে
ওপার বাংলা হতে এলে এ বাংলায়
মিশে গেছি সুখের মিলন মেলায়
লুকায়িত জ্ঞানের কণা খুঁজতে
আমি দেখা পেলাম সুহৃদের।
যার চোখে মুখে নিলাম সব ক্লান্তি,
তার ছোঁয়ায় বিদায় সংকীর্ণতা।
রম্য মেখে ভরায় হৃদয়।
কখনো পুলকিত করে
দরদ ভরা সাদা অন্তর।
ডুবে থাকে পুথির পৃষ্ঠায়,
মানবতা মুক্তি পায় মুঠায়।
কোন এক ক্ষণে পাহাড় সমান
বক্ষ নিয়ে সমুখে এলে।
রাজদীপ সে তো প্রেমের শিখা!
আন্তরিকতার মিছিলের নাম।
সদা থাকো পাশে ছায়াময় বৃক্ষ হয়ে
কেমনে দেব বন্ধু মায়ার দাম।
আব্দুল মতিন- সম্পাদক, চেতনা বিডি ডটকম।