আল্লাহর রহমতে শীত বেশ ভালো
ফর্সা রমণীরা হয়ে যায় কালো।
আল্লাহর রহমতে শীত বেশ ভালো
চপলের কম্বলে শান্তিতে চলো।
আল্লাহর রহমতে শীত বেশ ভালো
উত্তাপে পুড়ে যাক সূর্যের আলো।
আল্লাহর রহমতে শীত বেশ ভালো
পিঠা-পুলির উৎসবে মানবতা ঢালো।
আল্লাহর রহমতে শীত বেশ ভালো
বাঙালির প্রতি বাড়ি রহমত জ্বালো।
বাংলার ঘরে ডাকে শীত জাগা পাখি
শীতের জড়তা ভুলে করে ডাকাডাকি।
ওয়াজেদ বাঙালী – কবি, সাহিত্যিক ও মডারেটর চেতনায় সাহিত্য।