কে আটকাও মোর ঘরের কপাট
কারা এসে লাগাও দুয়ারে তালা
দেখব আমি আকাশ কত দূরে!
এবার আমার আকাশ দেখার পালা!
যারা আমাকে থামাতে চাও
রক্ত চোখে কর বারন,
আমি খুলেছি দু’চোখ আমার
খুলে দাও বাধার বাঁধন।
দাপটের চোটে দাপিয়ে বেড়াও
হাতে পরাতে চাও চাপের বেড়ী
খুব ভেবে দেখেছি,মনের কি দাম!
জোর যদি নাই রাখতে পারি?
ঐ তো আধার! দেখিয়ে আমায় ভয় দেখাও??
আমি কেটে ফেলেছি ভয়ের ঘোর,
ভুলে গেছি আমি, ভুলে গিয়েছিলাম
রাত পোহালেই আসে ভোর….!
মাহাফুজা শিরিন- কবি ও মডারেটর চেতনায় সাহিত্য।