রূপনগরের রূপের নেশায় মেতে আছে মন,
আকাশ জুড়ে চাঁদের আলো পায়ের নীচে জল,
নেশার ঘোরে ডুবতে ডুবতে ভাসি,ভাসতে ভাসতে ডুবি খুঁজে না পাই তল,
আকাশ জুড়ে চাঁদের আলো পায়ের নীচে জল।
রূপনগরে হাজার গলি, হাজার হাটের মেলা,
হরেক রকম বেসাতি সবার হরেক রকম খেলা,
রঙ তামাশায় মত্ত সবাই, অহর্নিশ বিভোর হয়ে তাতেই থাকে মশগুল,
আকাশ জুড়ে চাঁদের আলো পায়ের নীচে জল।
নগর মানুষ কেমন তারা, ভালোর মাঝেও মন্দ করে,
ঠিক তেমনই আলো থেকে আঁধারে সরে।
মুখে কোনে হাসি হয়তো চোখের গভীরে অশ্রু টলমল,
আকাশ জুড়ে চাঁদের আলো পায়ের নীচে জল।
হাজার বাতির আলো ছায়া
কিছু যেনো সত্য আবার কিছু যেনো মায়া।
গোলক ধাঁধায় ঘুরে ফিরে সবাই পাকায় যে তালগোল,
আকাশ জুড়ে চাঁদের আলো পায়ের নীচে জল।
নগরময় নাগরিক সব অল্প কিছু মানব
সুযোগ পেলে এই মানবই পাল্টে বনে দানব।
মনুষ্যত্ব ভূলন্ঠিত,পাপ করে যায় দখল,
আকাশ জুড়ে চাঁদের আলো পায়ের নীচে জল।
রূপনগরের রূপের নেশায় তবুও মাতে মন,
ভালো মন্দরে বুকের ভেতর আগলে করি যতন।
একে অন্যরে ফাঁকি দেয়ার চলছে খেলা প্রবল,
আকাশ জুড়ে চাঁদের আলো পায়ের নীচে জল।
জেরিন ইসরাত ন্যান্সি- কবি।