আম্মু আমায় দাও শিখিয়ে
সকল বর্ণমালা,
মন্দ সকল কাজে তুমি
আমায় দিও তালা ।
আম্মু আমি শিখবো সবি
হবো অনেক বড়,
আল্লাহকে করবো খুশি
তুমি দোয়া করো ।
আম্মু আমায় দাও পরিয়ে
নতুন যুদ্ধা সাজ,
সকল মন্দ ধ্বংস করে
আসবো যেনো বাজ ।
আম্মু তোমার শিক্ষা পেয়ে
করবো বিশ্ব জয়,
সত্য নিয়ে চলবো গেয়ে
থাকবেনা আর ভয় ।
জান্নাতুল ফাতিমাতুজ জাহারা – কবি ও মডারেটর চেতনায় সাহিত্য।