লুকিয়ে তুমি থাকো
আব্দুল মতিন
কোথাও যাবে না-
নিশ্চুপ থাকো, একদম শান্ত হয়ে।
রাশি রাশি আলো বিলাও আজীবন
কখনোই দূরে যেওনা –
হৃদয়ের মনিকোঠায় লুকিয়ে থাকো।
ঝিনুকের মাঝে মুক্ত থাকে যেমন
আমার অনুভূতির সাথে মিশে থাকো তেমন।
তোমার অবাধ্যতা আমার ফাঁসি।
কেড়ে নেয় আমার অনুভব আর হাসি।
চোখে চোখে থাকো দিবানিশি।
কোথাও যাবে না-
শুধু আমার জন্য তোমার হাসি
কেবল আমার জন্য দৃষ্টি রাশি রাশি।