কি দেখছিস সামনে তোরা
চলছিস বেপোরোয়া,
বাপ জ্যেঠা তোর কেমন ছিলো
ভাবিস রে মন দিয়া।
দিন কালতো ভালোই চলছে
বাপের হোটেল খোলা,
কেমনে কাটবে সামনের দিন
পালবি স্ত্রী,কন্যা, পোলা !
রাস্তাঘাটে এমন চলিস
যেন গোটা শহরটাই তোর,
উল্টো সিদে বললে ই কেউ
গালে মারছিস চড়।
সোজা পথে চলছিস না রে
খুঁজিস গোপন রাস্তা,
যে পথে যায় না সুজন
তোদের ভীষণ আস্তা।
হালাল কামাই জানিস না রে
করিস হারাম ধান্দা,
ভুলে যাস তুই প্রভু কে তোর
এলি কেন ভবে বান্দা।
কারো হাতের পুতুল হয়ে
নাচছিস দিবা নিশি,
নেতা বলে জাহির করিস
কখনো সাজিস ঋষি।
সব কাজেই প্যাচাল করিস
মাথায় গোবর ভরা,
একটুখানি ভাবরে অবুঝ
শান্ত হ রে তোরা ।
সঞ্জয় কুমার পাল- কবি।