শীত এসেছে, শীত এসেছে
খুশির আমেজ নিয়ে,
শীতের সকাল উপভোগ করে
গরিব-ধনি মিলে।।
শীতের সকালে কুয়াশাতে রোজ
ঢেকে যায় চারিদিক,,,,
দেখা যায় না,দূরের কিছু
ধুয়ার বিপরীত।।।
রাস্তায় যারা থাকে পড়ে
পায় যে কত কষ্ট,,,
দিন মজুরের কাজ নাই
দিনটি হলো নষ্ট।।।
নতুন ধানের নবান্ন আর
চিড়া-মুড়ি-পিঠা,,,,
সঙ্গে থাকে খেজুর রস
খাইতে লাগে মিঠা।।।
পিঠা-পুলির উৎসব হয়
এই যে শীত কালে,,,
আনন্দ-সুখ উপভোগ করে
দেশের সবাই মিলে,,,
বীথি বিশ্বাস – কবি ও ছাত্রী, সাথিয়া – পাবনা।