Take a fresh look at your lifestyle.

শুধু একবার

1,192

 

 

শুধু একবার ভেসে যেতে চাই জলাঙ্গীর ঢেউয়ে,

অগ্রহায়ণের হালকা হিমে

হৃদয়ের উষ্ণতা মাখা মন-পবনের নাওয়ে।

তুমি কি থাকবে সেদিন আমার পাশে!?

 

তোমার আঁকা ধান শালিকের গাঁ 

দেখা হয়নি আমার।

আমি অন্ধ ছিলাম….

আমি দেখেছি দৈন্যতা-জীর্ণতা-মলিনতা।

 

ঢোল কলমির ফুলের ভেতর 

ভ্রমরের আনাগোনা দেখিনি আমি।

গোলাপের সৌন্দর্য দেখিনি, 

একজন নারীর নদী হয়ে উঠা দেখিনি, 

দেখিনি জোয়ার-ভাটার রূপ পরিবর্তন।

কিছুই দেখা হয়নি আমার 

চোখ ছিলো না বলে!

 

শুধু একবার তোমার দেখা পেতে চাই,

খড়কুটো নিয়ে 

একটা জীবন কেটে গেল আমার।

জীবনের ঐশ্বর্য দেখা হলো না!

 

অত্যাচারী, লম্পট, তষ্কর দেখেছি,

মায়ের কাপড় দিয়ে সামিয়ানা করে 

নাটক মঞ্চস্থ করা যুবকদের দেখিনি।

ধানের ডালায় পুস্পস্তবক বানিয়ে

শহীদ বেদীতে দিতে দেখিনি।

চোখ ছিল না বলে 

কিছুই দেখা হয়নি আমার!

 

একবার জলাঙ্গীর ঢেউয়ে ভাসতে চাই,

একবার হেমন্তের আকাশ দেখতে চাই,

একবার সোনাদিঘীর জলে ডুবে মরতে চাই, 

মিনতির মতো, প্রার্থনার মতো 

তোমাতে সমর্পিত হতে চাই, শুধু একবার।।

কুলসুম আক্তার সুমি- কবি ও সাহিত্যিক।

Leave A Reply

Your email address will not be published.