( প্রিয় কবি নাজনীন নাহারের স্মরণে)
আমার ভালোবাসার আকাশ ভরা তোমার নাম
তারাগুলোও যেনো ম্রিয়মাণ সেখানে।
তোমার ঐ চাঁদমুখ সেথায় আলো ছড়ায়
আমার কানন ভরা তোমার কবিতায়।
আমার বাগানে বসরাই গোলাপ
তুমি সুগন্ধময় আপন মহিমায়।
তুমিহীনা সব কবিতারা অগোছালো ছন্দহারা
ওগো তুমি যে সেথায় মহারানী!
তাইতো তুমি গ্রহণ করো অনাহত হৃদয়খানি।
প্রিয় কলম,তুমি আমার স্বপ্নবালিকা
তোমার জন্য তাই আমার এই অর্ঘ্য মালিকা।
হেমন্তের জড়ানো মায়ায় তুমি কোমল আদর
আলতো করে জড়িয়ে দিলাম তোমায়
ভালোবাসার শুভ্র চাদর।
রংধনু রং মেখে দিলাম বন্ধু আমার
তুমি আমার কবিতার নিশি সকাল দূপুর।
পারভীন আকতার পারু – কবি,সাহিত্যিক, শিল্পী ও সংগঠক।