বিজ্ঞ – মনিষী
আছে যতসব
দান করে গিয়েছেন
আমাদের হক।
শূন্য তরী মোর
ঝুড়ি আজো ফাঁকা
নেহাতই নেই আমার
তাদের সাথে দেখা।
মৃত মনিষীর ভিড়ে
আজো দাড়িয়ে,,,,
নেহাতই বোকা আমি
ফিরে পাবো না আর
কখনোই তাদেরকে।
শূন্যর ভেলা মোর
ভাসে পৃথিবীর তরে
মৃত মনিষীর ভিড়ে
আজো দাড়িয়ে।
শূন্য মোর জ্ঞান
তুচ্ছ স্মৃতি খানি
পূর্ণ কি হবে মোর
এই শূন্য তরী??
মিষ্টি নাহার- কবি ও সংগঠক।