হাজারো কথার মাঝে
বেঁচে রই আলো সাঁঝে,
এ যে এক জীবনের গল্প;
কেউ যাবে ভুলে,কেউ রাখবে মনে
তোমারই স্মৃতিগুলো অল্প।।
কত কথা বেমালুম গিয়েছ ভুলে
কত মান অভিমান রেখেছ তুলে,
এসবই রয়ে যায় জীবন বাঁকে;
হয়তো কারো কথা,গেঁথেছে হৃদয়ে ব্যাথা
কেন আজ মনে পড়ে তাকে।।
আমি তো রবো না কভু চিরদিন
স্মৃতির পাতায় রেখো আমাকে রঙিন,
হয়তো এটাই আজ আমার চাওয়া;
অভিযোগ অভিমান,চাই না অপমান
বিদায় বেলায় আজ এই তো পাওয়া।।
কখনো-বা ভুলে করে দিয়েছি ব্যাথা
জানা অজানায় কত ভুলে বলেছি কথা,
এ-সব দুনিয়ার মিছে রঙ খেলা;
আমি যে ব্যথিত হায়,ভুল রঙ-তামাশায়
করজোড়ে মাফি চাই বিদায় বেলা।।
মোতালিব হোসেন- কবি ও সংগঠক।