ফুল হ’য়ে থেকো তুমি,
ভুল না-হ’য়ে।
সময় যেনো কাটে না আমার,
তোমায় ভেবে।
ঐ আকাশ জানে-সাগর জানে,
জানে নদীর ঢেউ।
আমার মতো তোমায় ওগো,
ভাসবে না ভালো আর কেউ।।
যদি তোমার মনটা আমায়,
দাওনা ফিরে দিয়ে।
হিয়ার মাঝে হিয়া থাকে,
ভুলবো কোন্-সে কিসে।
তুমি আমার বুকের ভেতর,
থাকবে জীবন ভরে।।
তুমি আমার চন্দ্র সূর্য,
কাজল কালো মেয়ে।
তুমি আমার ছন্দ পতন,
হাওয়ায় দিলাম উড়িয়ে।
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি,
তোমারে।
শুনো মেয়ে কাজল কালো চোখে,
তোমার নামে সন্ধ্যা রাতে হৃদয় ডুবে।
কেউ না জানুক জানবে পৃথিবী,
তোমায় কতো ভালোবাসি।।।
রফিকুল ইসলাম রাজু- কবি।