আমি বলছি তাদের কথা;
যারা রক্তে-মাংসে গড়া শ্রমিক,
যারা অবজ্ঞা, অবহেলা,নির্যাতন -নিপীড়ন-
দারিদ্র্যতার এক বিমূর্ত প্রতীক!
আমি বলছি তাদের কথা;
যারা চিরকাল বৈষম্যের শিকার,
আমি লিখছি তাদের কথা ;
যারা প্রতিনিয়ত হারায় তাদের অধিকার!
শ্রমিক -শ্রমিকে নয় দ্বন্দ্ব -বিরোধ, সংঘাত-সংঘর্ষ;
নয় হানাহানি, নয় যুদ্ধ যুদ্ধ সাজ,
মালিক পক্ষ সুযোগ খুঁজে,সুযোগ বুঝে-
ফেলবে মাথায় বাজ!
শ্রমিক তুমি ঝরাও ঘাম;
যেন ঘাম নয় ঝরাও রক্ত,
সে রক্ত দিয়ে মালিক তার-
গড়ে তুলেন তক্ত।
তুমিতো নও বাজার পণ্য;
সস্তা দামের বিকিকিনি!
যখন তখন তোমায় নিয়ে
খেলবে ছিনিমিনি!
তুমিতো নও সহজ সরল
অতি বোকাসোকা!
তোমায় ভীষণ ঠকিয়ে দেবে
খাবে শুধুই ধোঁকা!
তোমার ন্যায্য পাওনা-অধিকার
করে নাও উসুল,
কম হয়না যেন তা
পরিমাণে এক চুল।
রুখে দাও তাদের;
যারা তোমার হাড়গোড় খাচ্ছে পিষিয়ে,
রুখে দাও তাদের ;
যারা তোমার স্বপ্নকে দিচ্ছে ধূলোয় মিশিয়ে।
ওদের শ্রমে আমি বাঁচি,আপনি বাঁচেন;
বাঁচে কোটি মানুষের প্রাণ।
আমরা আজ ভুলেছি সবাই
তাদের কথা,তাদের অবদান!
শ্রমিক মানে শক্তি, শ্রমিক মানে সম্পদ;
যদি হয় সৎ, যদি হয় দক্ষ,
উৎপাদনশীলতা হয় ত্বরান্বিত
যদি হয় মালিক -শ্রমিক এক পক্ষ।
মোহাম্মদ মনিরুল ইসলাম- কবি