এই যে শ্রাবণ এলো,
বাইরে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে
আমি তোমার অপেক্ষায় আছি।
তোমায় নিয়ে বৃষ্টি দেখবো,
তোমায় নিয়ে ঝুম বৃষ্টিতে ভিজবো,
শ্রাবণের অঝোর জল ধারায় স্নান করবো,
শ্রাবণের অঝোর ধারার বৃষ্টিতে বকুল গাছ থেকে
বকুল ফুল ঝরে পড়বে,
তোমায় নিয়ে বকুল তলায় ফুল কুড়াবো,
সেই বকুল ফুল দিয়ে মালা গেঁথে,
আমি আমার খোপায় পরবো
তুমি মুগ্ধ চোখে চেয়ে দেখবে।
তাই আমি তোমার অপেক্ষায় ছিলাম,
আর সেই তুমি এলে না।
আমার চোখের কান্না শ্রাবণের বৃষ্টি হয়ে ঝরে পড়ে
অঝোর ধারায়,
শ্রাবণ বুঝলো আমার ব্যথা,
তুমি বুঝলেনা, তুমি এলে না,
শ্রাবণ এলো তুমি এলেনা।।
মোহছেনা সুমি- কবি ও সাহিত্যিক।