Take a fresh look at your lifestyle.

সংক্ষিপ্ত সফর

802

 

মর্তে এসেছি সবে-হয়ে মুসাফির,
করছি সংক্ষিপ্ত সফর,
সফরান্তে চলে যাবো সেথা ফির,
এসেছিনু খোদার নফর!

মৃত্যুকে সঙ্গী করে চলি প্রতি ক্ষণে,
ব্যাস্ততা বাড়ে দুনিয়ার কাজে,
মোহে পড়ে ভুলি সব-রাখিনা তো মনে!
চীর কাল রবো ভেবে-কাজ করি আজেবাজে।

মরণ যে হবে! বে-খবর সবে,
থাকবে না কেহ-চলে যেতে হবে,
ফিকির সবার”-রয়ে যাবো-রয়ে যাবো,
দুনিয়ার কাজে মত্ত-ভ্রান্ত অনুভবে!

জিকির নাই মনে-ভয় নাই স্রষ্টার,
পাপে নিমগ্ন-প্রবল আগ্রহে!
নাফরমানি করি প্রভুর- চরম” সাগ্রহে,
বেছে নেই পথ-পথভ্রষ্টার!

পালাচ্ছি বাঁচার আশে-পাষাণের গুহা-গীরিতে,
রেহাই নাই তবু!ধরছেন প্রভু তাঁর কুদরতি সিঁড়িতে।
পারিনা যে তবু-পাপ হেরিতে!
বুঝে আসে তাহা-অতি দেরিতে।

মরণের ভয় থাকে যদি মনে,
ছেড়ে দেবো পাপ-ঠিক সেই ক্ষণে,
পুন্যের পথে চলি প্রাণপণে সব ধীমানে,
নিজ আলয়ে চলে যাবো, চড়ে-মৃত্যু নামের বিমানে।

গোলাম ফারুক – কবি ও সাহিত্যিক। 

Leave A Reply

Your email address will not be published.