Take a fresh look at your lifestyle.

সঙ্গী

508

 

পঁচা পানিতে নেমে,গাঁয়ে ঢালো শুদ্ধ জল,
পঁচা পানিতে তুমি হবে আরও অতল।
নিজেকে নিয়ে অনেক ভাবো,
কিন্তু সঠিক বোঝ নাকো।

কেন তুমি এতো খারাপ,নিজেকে দাও ধিককার,
সঙ্গ তোমার কাদের সাথে ভেবেছো কি একবার।
কার চলনে তাল মিলিয়ে, ভুলছো সঠিক পথ,
কার বলনে রাজি হয়ে, ধরছো নেশার রথ।

ভেবে দেখ পাশে কে,সঠিক পথে চলে কি সে,
বিচার করো বিবাকে,শুধরে নাও নিজেকে।
যার সঙ্গে বসত তোমার, যার সঙ্গে চলো,
তুমি তো তার মতোই হবে যতই না বলো।

দিনের শেষে হিসেব মিলাও, করছো তুমি কি?
সময় থাকতে সাবধান, হয়ে যাও জলদি।
কার কথাতে ধরাও বিড়ি, হাতে নাও গাঁজা,
তার সাথে তুমিও একদিন পাবে কঠিন সাজা।

জীবন নামের ছোট্ট রথে,সঙ্গী সঠিক খুঁজো,
সৎ সঙ্গীর সৎ বুদ্ধি সততার সাথে চলো,
কঠিন সময়ে সঠিক সঙ্গী, দেবে সঠিক আস্থা,
চলার পথে ভালো বন্ধু বিচার করা নয় সস্তা।

কার সঙ্গে চলো তুমি চরিত্র দেখ তার,
ভেবে দেখে মিছে মিছে থাকে তার কতো আবদার,
নিজের জীবন নিজে চালাও, সঙ্গী রাখো ভালো,
সৎ সঙ্গী জীবনের আঁধারে এনে দেবে আলো।।

 

শরিফা খাতুন- কবি। 

Leave A Reply

Your email address will not be published.