ভালোবাসা প্রেম নয় বুঝে নিয়ে তাই
ছুটাছুটি আর নয় মিছে আলেয়ায়।
মানবের প্রেমে শুধু থাকে দ্বিধা দ্বন্দ্ব
ফাঁকি দিতে চায় পেলে এতটুকু রন্ধ্র।
এতো ক্লেশ এতো কষ্ট এতো দ্বিধা মনে
ভালোবাসা বেঁচে থাক তবু সঙ্গোপনে।
ছুঁড়ে ফেলে হিংসা দ্বেষ যত আছে মনে
সমরেতে নাই শান্তি সুখী হও জেনে।
একদিন যেতে হবে সবকিছু ছেড়ে
কীর্তি তোমার রবে এই চরাচরে।
শামীমা নাসরিন – কবি, সাহিত্যিক ও লেখক।