Take a fresh look at your lifestyle.

সত্যের খোঁজে

1,260

ওহে ; আধুনিক মন মননের মানুষ
কতটা সত্য লালন করো বুকে ।
দেখেছো কি কখনো কতটা ব্যাথা
গোধূলির অন্তিম আরতিতে থাকে ।
শুনেছো কি কখনো রাতের কান্না
হুতুম পেঁচার বিলাপ ।
আধাঁর রাতের নিস্তব্ধতা পেরিয়ে
কতটা পথ হেঁটেছো একটা ভোরের আশে ।
শুনেছো কি তুমি পাখির কলতান
মানবতার জয়গান ……
আফসোস ! যদি তুমি শুনতে পেতে ……
পারতে না এমন করে বিবেক বিসর্জন দিতে ।
ওহে ; মানুষ শুন এবার
অধিকার বঞ্চিতের বুকফাটা আর্তনাদ
অনাহারীর ক্ষুধার চিৎকার ।
দাঁড়াও পাশে ……
বাড়াও হাত ………
জ্বালাও সত্যের দিপশিখা ……
অকল্যাণ অমানুষ ধ্বংস হোক .
এই চিরসবুজ পৃথিবী থেকে ।
জেগে উঠো মানুষ …….
মানুষ পরিচয়ে ।
মানুষেরা বাঁচুক ……..
মানুষের প্রাপ্য অধিকারে ।

 

ফাতেমা খান – কবি ও সাহিত্যিক।

Leave A Reply

Your email address will not be published.