লোকে বলে তুমি নেই,
অথচ, আমার সমস্ত সত্বায়,
অবসরে, নির্জনতায়,
না পাওয়ার ব্যথায়,
স্বপ্ন রচনায়, বিনিদ্র রাতে,
মৌন ভীরু চলাফেরায়,
নির্বাক শান্ত দুপুরে,
ক্লান্তির ছায়ায়,
শিশির মাখা ভোরের হাওয়ায়,
দুর্বা ঘাসে,গাছের পাতায়,
আলোর মেলায়,
নিঃরোদ বৈকালে,
নীল নির্জনে, দিগন্তে,
সবুজের ঢেউয়ে,
ভিতরে বাহিরে, সব জায়গাতেই,
তুমি না থাকার অবাধ খেলা
সারা বলা।
তোমাকে যতবার সাজাই
নতুন আঙ্গিকে
ততো দূরে হারিয়ে যাও
ততো বার হয় এলোমেলো।
আসলে, না থাকার মাঝেই
তোমার সীমাহীন প্রকাশ,
অসীম শূণ্যতায়,
এক সাজানো মহাকাশ।
মশিউর রহমান খান – কবি।