Take a fresh look at your lifestyle.

সিক্ত পরী

948

 

ডায়েরির পাতায় কৃষ্ণচূড়ার,লাল তাজা ফুল
যত্নে শুকিয়ে গেছে কবে!
ভেজা বর্ষামঙ্গলে তাই নেমে এসে পরী
স্পন্দন জাগায় অন্তরে।

বাদাল হাওয়ায় বেণু বনে ভেজা ডানায়
বীণার ঝংকারে সুর তুলে
গগন পরী নেমে এলো বলে, হরিণী!
উৎসবে মুখরিত তানে।

খোঁপায় গুঁজে পরী কুসুমের ত্রিপদী দল
অবিশ্রান্তে ঝড়ে শ্রাবণের ঢল।
গায়ে কদমের গন্ধ, মনে ঝড় তুলে
জল নুপুরের ছন্দ।

সিক্ত জলে প্রলাপনে,ভাসে মনের হরষে
খেয়া তরীতে নন্দিত পরশে
চিত্ত চেতনে জাগানিয়া মধুময় অঙ্গ বিহনে
কেমনে নাচে আনমনে!

কৃশকায় চুলের পাকে সিদুরে লালের আভা
নবধারার উন্মেষ ঘটায়,
নোলকে ঠেকে জলোয়া ধারা নালার মত
ঝরে নাভি চাঁদ বেয়ে।

 

নাসরিন জাহান- কবি ও এডমিন চেতনায় সাহিত্য।      

Leave A Reply

Your email address will not be published.