সুখ পাখিটা মোর গেছে উড়ে
আসবো না আর আপন ঘরে
চলে গেছে এ ভুবন ছেড়ে
সব সুখ আমার নিয়ে কেড়ে।
সুখ পাখিটা আজ অনেক দূরে
আমাকে ভীষণ একলা করে
কাছে ডাকবোনা আর নিজের মনে
তবুও সে আছে মোর হৃদয়ে ধ্যানে।
উড়ে গেছে পাখি কোন সুদূরে
সবকিছু তার আছে পরে
সুখ নাই আর আমার ঘরে
দুচোখে শুধু অশ্রু ঝরে।
পাখি ছিল মোর নয়নের মনি
এ হৃদয় জুড়ে স্বপ্নের রানী
পাখি বিহনে শূন্য এ ভুবন
বেঁচে থাকতে চায়না এ মন।
মোঃ আতিকুর রহমান – কবি ও এডমিন চেতনায় সাহিত্য