Take a fresh look at your lifestyle.

সুখ ময়না

306

 

আমার বুকের ময়না
আজ তুমি এক যুগ অতীত,
তবু এই হৃদয়ের বামে আছো শুধু তুমি….
আচ্ছা!হৃদয়ের ডানে তবে কে আছে,
আমার এই কায়ারের বাম ডান দুই পাশে তোমার ঠোঁটের স্পর্শে নিষিদ্ধ প্রেমের ছবি এঁকে চলেছে অবিচল |

তোমার মায়াময় লাল পাঁপড়ি ঠোঁট শুধু নয়,আমার নিঃশ্বাসের প্রতিটি শ্বাসে তোমার নিঃশ্বাসের ছোঁয়া,
আমার এই কায়া তো তুমি কবে কেড়ে নিয়েছো,আজ শুধু লোকহিতে আমার কায়া বসে আছে পুনরায় তোমার স্পর্শে নিজেকে অঙ্কুরিত করতে|
হিমালয়ের ঠাণ্ডা শীতল বাতাস
এক টুকরো রোদের স্পর্শে
নিজেকে এক লহমায়
মেলে ধরে সুন্দর্য ভুবন|
আমার ভুবনে তোমার ছোঁয়া
কষ্টিপাথরের পরশমণি|
ঝর্ণার জলে ভেসে যায়
প্রেম চাহনির অভিযোগ,
ঠিক তোমার কেশরের সুবাসে
আমার প্রেম চাহনি
তোমার বাহু লিপ্ত চুম্বন|
গরমে তোমার তৃষ্ণার্তা কণ্ঠে
এই স্বচ্ছ পানি হয়ে
বয়ে যাব তোমার শরীরের
প্রতিটি রন্ধে রন্ধে|
বৃষ্টিভেজা ওই শরীরে
পানি চুয়ে পড়া ফোটা
আমার যৌবনের কাঙ্খিত
অভিলাষের বাকরুদ্ধ প্রবেশদ্বার|
তোমার নাভিতে
পানির ফোটা
আমার স্কন্ধ
এক পরাধীন দেশের
শিকল বাধা দাস |

তোমার শরীরের উঁচু-নিচু ভাঁজ
আমার বক্ষে হাজার যুদ্ধে
পরাজিত রাজার জ্বালা|
তোমার ওই সুন্দর কন্ঠে
“তুমি বলা” হাজার রাগের প্রায়শ্চিত্ত|
এই শীতের রাতে
তুমি আর আমি
কম্বলে জড়িয়ে ধরা
ভালোবাসার উষ্ণতম মনকে
ঠোঁটের চুম্বনে এক তৃষ্ণার্ত যৌন|

আজ সব স্মৃতির বোধগম্য
হারিয়ে গেছে এক অচিন খাঁচায়,
তুমি দূর দেশের সুখময় ময়না
আর আমি কষ্টের মৃত পথিক |
এসো একবার এই কায়ারে
শেষ দেখা দিতে,
চাইনা তোমার সুখের ভাগীদার হতে
চাই না তোমার কিছু!
শুধু তোমার বাহু তলে
রেখে যাবো এই কায়া,
পারলে বিদায় দিয়েও
তোমার ঐ লাল ঠোঁটের চুম্বনে
ভালো থেকো আমার সুখ ময়না |

রাজদীপমজুমদার_কবি,লেখক ও সাহিত্যিক

Leave A Reply

Your email address will not be published.