পাহাড়ের চূড়া চুমে
আকাশের গায়,
নিবিড় বাঁধনে ঢেউ
জোড়ায় জোড়ায়,
ঝর্ণা নদীতে মিলে
নদী ঝর্ণায়,
সাগরের প্রেম দেখ
নদী মোহনায়,
যেমন সোহাগী প্রেম
ফুল-ভ্রোমরায়,
চাঁদ-তারা, রবি-শশী
চিরকাল আছে মিশি,
কি সুন্দর দিবা-নিশি
আকাশ-জমিন,
স্রষ্টার সৃষ্টি দেখ
কত অ মলিন।
শত গন্ধে, শত বর্ণে
মুক্তা-মানিক, রৌপ্য স্বর্ণে,
ফুলে-ফলে,লতা-পাতায়
অটুট বাঁধোন,
এ আলো, এ আধাঁর
জীবন-মরন
মশিউর রহমান – কবি ও সাহিত্যিক।