Take a fresh look at your lifestyle.

সেই তুমি আমার অরন্যানী

367

 

অন্ধকার ঢেকে রেখেছো সুশ্রী শরীর
বাইরে বিজলীর হাতছানি রেখা
মাঝে মধ্যে রূপসী তোমায় ছুঁয়ে যাচ্ছে
আমার অনুভবে তোমার মনোহর ঘ্রাণ
তোমার স্পর্শে প্রাণে লাগে দোলা
এই বুঝি পেলাম বিশ্বাসী তোমাকে
সহস্র কবির মরুকে তুমি স্নান করিয়ে
পৃথিবীতে দিলে স্বর্গ সুখ
ফুরিয়ে দোয়াতের অফুরন্ত কালি
তোমার ছন্দময় ঐশ্বর্যকে আর গদ্যকে
সত্যিই তুমি হৃদয়ের শ্বাশ্বত মাধবী
বকুলের গন্ধে মাখা আমার অলংকার বীণা
রাজশাহী থেকে ভবানীগঞ্জ তুমি ঠিক শান্তময়
সবুজ শাড়ি জড়ানো আরেক মহুয়ামালা
তোমার কথা গুনগুন করে চলেছে কি অপরূপ
চলো তবে মন খুলে বলি “ভালোবাসি”।

 

আসমাউল হুসনা রুহী( বীথি) – কবি, বাগমারা -রাজশাহী। 

Leave A Reply

Your email address will not be published.