অন্ধকার ঢেকে রেখেছো সুশ্রী শরীর
বাইরে বিজলীর হাতছানি রেখা
মাঝে মধ্যে রূপসী তোমায় ছুঁয়ে যাচ্ছে
আমার অনুভবে তোমার মনোহর ঘ্রাণ
তোমার স্পর্শে প্রাণে লাগে দোলা
এই বুঝি পেলাম বিশ্বাসী তোমাকে
সহস্র কবির মরুকে তুমি স্নান করিয়ে
পৃথিবীতে দিলে স্বর্গ সুখ
ফুরিয়ে দোয়াতের অফুরন্ত কালি
তোমার ছন্দময় ঐশ্বর্যকে আর গদ্যকে
সত্যিই তুমি হৃদয়ের শ্বাশ্বত মাধবী
বকুলের গন্ধে মাখা আমার অলংকার বীণা
রাজশাহী থেকে ভবানীগঞ্জ তুমি ঠিক শান্তময়
সবুজ শাড়ি জড়ানো আরেক মহুয়ামালা
তোমার কথা গুনগুন করে চলেছে কি অপরূপ
চলো তবে মন খুলে বলি “ভালোবাসি”।
আসমাউল হুসনা রুহী( বীথি) – কবি, বাগমারা -রাজশাহী।