এই ধূলিকণা কাদা বালি মাটি–
শুঁকে দেখো বাছা, সোনার চেয়ে খাঁটি।
অনায়াসে ফসল ফলে বেশ,
সে আমাদের সোনার বাংলাদেশ।
অন্য দেশে পাথর এবং মরু
নাই কোথাও ফসল কিংবা তরু,
খুঁজে দেখো অবারিত ধরা–
মানুষগুলোর বক্ষ যেন ইট পাথরে গড়া।
যে দেশেতে পাবে শুধু ভালবাসার রেশ,
সে আমাদের সোনার বাংলাদেশ।
মানচিত্রের ছোট্ট সীমানায়-
ষোল কোটি হৃদয় বাঁধা পরম মমতায়।
মাটির মতো উশর দেহ মন–
বিশ্বসেরা মনিষীরা হেথায় সারাক্ষণ,
জন্ম নিয়ে উদারতার সাক্ষ্য করেন পেশ,
সে আমাদের সোনার বাংলাদেশ।
সকল যুদ্ধ জয় করে শেষমেশ
সে আমাদের সোনার বাংলাদেশ।
রফিকউল্লাহ্ কালবী
কবি ও সাহিত্যিক,
কুষ্টিয়া
Copyright protected by the author.