নিভৃত মিছে স্বপ্নের অগোচরে
নাড়ি ছেঁড়া স্বপ্নমোহ প্রতিদিন,
নিখাদ সম্ভাবনায় আবিষ্ট করে
দেখায় বেঁচে থাকার প্রেরণা।
তাঁর কাছেই সুখ-দুঃখের বর্ণনা
কিংবা চাওয়া পাওয়ার ঠিকানা,
মান অভিমান ব্যথা বেদনায়
ফের তাঁর কাছেই আনাগোনা।
সুখ সন্ধানে সহস্র আয়োজনে
যেখানেই শান্তি করি কামনা,
তবু ফিরি তাঁর জঠরে কারণ
সেযে আমার একমাত্র স্বান্তনা।
স্বার্থহীন প্রেম আমি দেখিনি
দেখেছি তার অবিচ্ছেদ্য মায়া,
আমার অস্তিত্বের গান গল্পে
নীরবে ঘিরে থাকে যার ছায়া।
মোর যতো চিন্তা যতো ভাবনা
তাঁকেই ঘিরে সকল আরাধনা,
একুল ওকুলে নাই যার তুলনা
তাঁর পদতলে বেহেশত নিশানা।
আমি যেখানেই স্বপ্ন খুঁজে ফিরি
দ্বারে দ্বারে ঘুরি করি সুখ রচনা,
হৃদয়ে মক্কা মদিনা ধরেও স্মরি
মা-ই আমার স্বপ্নের ঠিকানা।
তানভীর আহম্মেদ রুবেল – কবি ও সংগঠক।