কুটুম আসলো বাড়িতে,
রান্না চড়লো হাঁড়িতে।
রান্না হলো ছানার পোলাও,
গন্ধ শুঁকেই পেট ভরাও।
কুটুম আনছে স্বাদের দই,
পেটের মধ্যে রাখি কই?
বাবা আনছে রসগোল্লা,
খামের সাথে ছিল বোল্লা।
যেইনা খাম খুলেছি,
কামড় খেয়ে মরেছি।
আঙুল হলো ফুটবল,
সিনেমা দেখতে গেলাম হল।
সিনেমা দেখতে গিয়ে,
কুকুর ধরলো ধেয়ে।
কুকুরকে আমি মারলাম ল্যাং,
কুকুর আনলো বড় গ্যাং।
সবশেষে কামড়ে দিলো,
কাঁথা এবার সড়ে গেলো।
বুঝলাম আমি তখন,
স্বপ্ন দেখলাম এতখন।
আব্দুল্লাহ রিফাত- কবি।