মিষ্টি মুখের হাসি
বড্ড ভালোবাসি
তোমায় নিয়ে চোখের তারায়
স্বপ্ন রাশি রাশি
স্বপ্নগুলো ফুলের মতো ফুটতে চায়
সুবাস মেখে ভোরের আভায় জুটতে চায়
হাওয়ায় ভেসে প্রেমের মজা লুটতে চায়
কালবোশেখীর মাতাল মাতাল ঝড়ে
স্বপ্নগুলো রক্তচূড়া ফুলের মতো
দুমড়ে কেঁদে মরে
তবু আমি স্বপ্ন নিয়েই বাঁচি
হৃদ-আকাশে ঘুমাই কাছাকাছি।
ড. মাহফুজুর রহমান আখন্দ – কবি, সাহিত্যিক ও গবেষক।