Take a fresh look at your lifestyle.

স্বাধীনতা আমার অধিকার

1,082

স্বাধীনতা আমার অধিকার!

স্বাধীনতা তুমি আমার কাছে সব শূন্যতার ইচ্ছাপূরণ,
বেঁচে থাকার মৌলিক অধিকার,
আর হৃদয়ের সব স্বপ্নকাহন!

স্বাধীন দেশে শুদ্ধ বাতাসটুকু যেন নিতে পারি নিঃশ্বাসে,
অবরুদ্ধ ঘেরাটোপে বিষাক্ত বায়ু যেন মৃত্যুর কাছে পৌছে না দেয় অকালে!
এটুকু দাবী তো করতেই পারি হে আমার দেশ
অকাল বৈধব্য আর শত শত শহীদের শরীরে বেয়োনেট চার্জের বিনিময়ে!

আমি শত বীরাঙ্গনার অশ্রু নিনাদের নির্যাসে,
লাশের গলিত দেহ শকুনের খুবলে খাওয়ার পৈশাচিক আনন্দের বিনিময়ে হলেও
স্বকীয় সত্তায় স্বাধীনতা নিয়ে বেঁচে থাকার অঙ্গীকারটুকু চাই।

তবুও তো বার বার খুবলে খেতে চায়
অশরীরী পরাজিত আত্মা,
অকস্মাৎ ওরা জেগে ওঠে সুযোগ সন্ধানী ছায়ায়,
কোথায় পাবো স্বাধিকার আন্দোলনের নির্মোহ স্বাধীনতা!
শত কষ্টের প্রার্থিত স্বাধীনতার অমরগাঁথা
সে কি তবে মিথ্যেই হবে!
তরুণ কন্ঠের অমোঘ বানী আর তেজোময়ী চেতনা —-
কতকাল আর টুটিচেপে রোধ করা হবে কালোহাতে?

স্বাধীনতা কি তাহলে কেবলই কাগুজে সংলাপ!
ইতিহাসের ভ্রান্তিলেপন আর উদ্দিপ্ত কিছু ভাষণ!

স্বাধীনতা আসুক বীরদর্পে যে স্বপ্ন নিয়ে বীরযোদ্ধারা নিজেকে করেছে ক্ষতবিক্ষত!মৃত লাশ!
প্রিয়তমার সুখ স্মৃতি নিয়ে কেটেছে যে বিঁধুর যাপিতজীবন!
কতকাল অপেক্ষায় রবে দেশ,যন্ত্রণাময় ইতিহাস বুকে নিয়ে—-!
স্বাধীনতার সত্যিকারের সূর্য দেখার জন্য!

প্রজন্ম থেকে প্রজন্মে, সূর্যের পাদপ্রদীপের নীচে
আশার দীপালী জ্বেলে অপেক্ষায় রয় মহাকাল ,
সেই অমর স্বাধীনতার জন্য অযুত প্রাণ।

 

হাছিনা মমতাজ ডলি- কবি ও সাহিত্যিক।

Leave A Reply

Your email address will not be published.