Take a fresh look at your lifestyle.

স্বার্থপর কবিতা

1,843

 

কবিতা,
তোমার ফেসবুক আইডি থেকে, তোমার কবি প্রেমের সবগুলো কবিতা আমি পড়েছি ।।
একবার নয়,
অজস্রবার নিরলস চষে বেড়িয়েছি প্রোফাইলের
এপ্রান্ত থেকে ওপ্রান্ত রাতের পর রাত ।।
তোমার কবিতার প্রতিটা লাইনের প্রতিটা শব্দ,
ভেঙেচুরে পৃথক করেছি,
আবার এলোমেলো শব্দগুলো এদিক ওদিক নতুন
করে সাজিয়ে বোঝার চেষ্টা করেছি, কবিতার প্রতিটা বাক্যের, প্রতিটা শব্দের অন্তর্নিহিত অর্থ বারবার ।।

কবিতা,
তোমার কবিতার প্রতিটা শব্দের সাথে আমি
একান্তে প্রাণখুলে কথা বলে তাদের মতামত নিয়েছি ।।
সূক্ষ্মাতিসূক্ষ্ম ভাবে পর্যবেক্ষণ ও নিবিড় ভাবে গবেষণায় খুঁজে পেতে চেয়েছি কবির প্রতি তোমার লেখায়, কথিত প্রেমের মাত্র এক পরমাণু পরিমাণ চিহ্ন !!

কবিতা,
তোমার দুই চোখের মোহনায় খুঁজেছি
কবি প্রেমে তোমার আঁখি পল্লবে ফোটা
শিশিরে ভেজা নীল পদ্ম ।।
তোমার পরনের নীল শাড়ীর কুঁচির ভাঁজে খুঁজেছি
কবির প্রতি তোমার ভালোবাসার নিবিড় মৌনতা ।।
অতি সংগোপনে__
অতি সংগোপনে তোমার মখমলের গোলাপি ব্রেসিয়ারের নিচে কান পেতে বুঝতে চেয়েছি,
তোমার হার্টবিটের একাধিক রাগিণীর ছন্দহীন রাগে কবির প্রতি তোমার হৃদয়ে বাজা সুমধুর সুর !!

কবিতা,
তবে তোমার প্রেম কাব্যে
গভীর আবেগ ছিলো,
ছিলো হৃদয় নিঃসৃত দরদ !!
অতি সহজেই যেকোনো সাহিত্যমনা প্রেমিক পুরুষ, তোমার কাব্যকথায় আকৃষ্ট হয়ে তোমার প্রেমে হাবুডুবু খাবে এটা তোমার কাব্যে স্পষ্ট !!
তাই হৃদয় নিংড়ানো আশীর্বাদ ছিলো তোমার কাব্য সাহিত্য পৃথিবীর সকল জাতি, সকল ভাষাভাষী
মানুষের প্রেমিক হৃদয়ে হৃদয়মনি হোক ।।

কবিতা,
কিন্তু দুঃখজনক হোলেও চিরসত্য এইযে,,,
তোমার দ্বিচারিণী প্রেম ও চতুর কাব্যের
কাব্যিকতায় একবিন্দুও কবি প্রেম পাইনি আমি !!
তোমার মায়াবী ছলনায় নির্বোধ কবিকে,
আবেগে আপ্লুত ও প্রেম সরোবরে সাঁতার
কাটাতে পারলেও,
আমি কিন্তু ক্লিওপেট্রার সাম্রাজ্য জয়ের হীনস্বার্থে
প্রেম নিবেদনের মতোই
কবির কবিত্বের চাদরে তোমাকে মোড়ানোর
ঘৃণিত কুটকৌশল ছাড়া কবির প্রতি করুণাও
পাইনি তোমার কবিতায় ।।

কবিতা,
মানুষের বিবেক সবসময়ই সত্য কথা বলে,
নাকি বিবেক যত্ন করে জমা রেখেছো
যক্ষের অবরুদ্ধ ব্যাংকে ??
বিবেকের দরজা খুলে দাও কবিতা !!
চেয়ে দেখো তোমার বিবেকের ভেতরে বাস করছে
এক অবাঞ্চিত বিবেক !!
যে বিবর্জিত বিবেক কপট কৌশলে খুন করেছে
নিষ্পাপ কবি হৃদয়, আরও কতোশত কবি, রাজাধিরাজ !!

কবিতা,
এখন তোমার চারিপাশ বেওয়ারিশ ও বিকৃত প্রেমের কবিত্বে আবৃত ।।
অথচ একসময় তোমার হৃদয় মন্দিরে কবির কবিত্বপূর্ণ সুবোধ প্রেম ছাড়া আর কিছুই ছিলোনা জেনেছিলাম ।।
জেনে অবশ্য ভালোই লেগেছিলো খুব ।।
চেয়েছিলাম কবির কবিতার বুকের আঙ্গিনা সবসময়
হাসনুহানা পুষ্পে ভরে থাকুন !!
একাকিত্বের খোলস খুলে কবি বুকভরে হাসনুহানার ঘ্রাণ নিক !

কবিতা,
জানো কবিতা, বেওয়ারিশ প্রেম খাবলে খেলে নাকি কবিতারা অনিন্দ্য সুন্দরী হয় ।।
বড্ড জানতে ইচ্ছে করে কবিতা, বেওয়ারিশ প্রেমের আদরে তুমি কি এখন আগের চেয়ে অনেক সুন্দরী হয়েছো ??
তোমার গোলাপি ঠোঁট বেয়ে ঝরে পড়ছে কি গৌরবময় চোখ ঝলকানো মুক্তো রাশিরাশি ??
তোমার যৌবন তরঙ্গে উপছে পড়ছে কি বেহেশতী চির-অমৃত যৌবন তরঙ্গ ???
বড়োই জানতে ইচ্ছে করে কবিতা…
বড়োই দেখতে ইচ্ছে করে, কলঙ্কিত
কবিতা কতোটা সুন্দরী হয় !!
বড়োই দেখতে ইচ্ছে করে…..
হ্যাঁ, বড়োই দেখতে ইচ্ছে করে একজন…!!
স্বা..র্থ..প..র কবিতাকে……..!!

নীল- কবি, লেখক ও সাহিত্যিক।

Leave A Reply

Your email address will not be published.