আজ সকালে ঝরিছে বকুল হিমেল বায়
সুর্যালোটুকু পড়েছে ফুলের নরম গায়।
খিলখিল করে হাসিছে রিক্তা
সে হাসিতে যেন ঝরিছে মুক্তা
বনের পাখিরা থেকে থেকে আজ গান যে গায়
আজ সকালে ঝরিছে বকুল হিমেল বায়।
টলমল সেই দিঘিটার আজ নেইরে তল
যৌবনাবেগে মাতোয়ারা হয়ে নেমেছে জল।
নতুন জলে হাঁসেরা আজি
নেচে নেচে বুঝি আসিল সাজি
হাসির জোয়ার বহিয়া গেল রঙিন বায়
আজ সকালে ঝরিছে বকুল হিমেল বায়।
মটর লতায় আজ কেন হায় লাগিল দোলা
দুষ্ট পাখিরা নেচে নেচে বুঝি করিল খেলা।
রিনিঝিনি পায়ে কে নাচিয়া যায়
নূপুর পরা রঙিন পায়
মেঘগুলি যেন হইল শিথিল আকাশের ঐ সুনীল গায়
আজ সকালে ঝরিছে বকুল হিমেল বায়।
দিল আফরোজ রিমা- কবি, সাহিত্যিক ও গবেষক।