বাগানের গোলাপ তোমাকে দেখে হিংসে করে,
তুমি সুন্দর তাই।
আকাশের চাঁদ তোমাকে দেখতে চায়,
তব অঙ্গ ঢাকা সুন্দর আল্পনায়।
ভোরের শিশির তোমাকে চুম্বন করে,
তারা মুগ্ধ তোমার শীতলতায়।
পাখিরা তোমাকে গান শোনাতে চায়,
তারা পাগল তোমার ভালোবাসায়।
এ পৃথিবী ছেড়ে কেউ যেতে চায়না,
ভুলতে চায় পরজগৎ তব মমতায়।
আমি পাগল হয়ে গেছি,
তোমার কল্পনায়।।
সুমাইয়া রহমান – কবি ও আবৃত্তি শিল্পী।