Take a fresh look at your lifestyle.

হৃদয়ে আকশা

881

 

হৃদয়ে আকশা মোর,
ফিলিস্তিনে যাবো একদিন,
বিজয়ীর বেশে।

হুশিয়ার সাবধান,
আসছে বাঙালী মুসলমান।

আরবরা ঘুমিয়ে গেছে,
বাঙালী মুসলমান জাগ্রত আছে।

রক্ত মোদের টগবগ করে,
ভাই হত্যার প্রতিশোধ না নিয়ে
ক্ষান্ত হবো না মোরা।

হুশিয়ার সাবধান
আসছে বাঙালী মুসলমান।

আমাদের বাড়ী,
আমাদের ঘর,
আমাদের জমি,
ইঞ্চি ইঞ্চি করে ফিরিয়ে নিবো মোরা।

হুশিয়ার সাবধান,
আসছে বাঙালী মুসলমান।

শান্তি ফিরিয়ে আনবো মোরা,
করিবো জুলুমের অবসান,
অন্যায় -অনাচার
রইবে না বেশীদিন আর।
করিবো ন্যায় বিচার।

হুশিয়ার সাবধান,
আসছে বাঙালী মুসলমান।

মোঃশামীওম বাছির শামীম-

কবি ও সাহিত্যিক। 

 

Leave A Reply

Your email address will not be published.