আমি চাইলেই কি তুমি একট
গাংচিল হয়ে উড়ে আসতে?
কবিতার মত অন্ত্যমিল থাকতো
তোমার আমার ভালোবাসার শ্লোগানে।
আমি চাইলেই কি একা ঠাঁয় দাঁড়িয়ে থাকতে,
আমার মন অলিন্দের একটা কোণায়?
নাকি অঝোর ধারার বৃষ্টি হয়ে কষ্ট হতে।
তবে যে জানালার গ্লাসে স্পষ্ট দেখতে পাই
এক জোড়া চোখ প্রতি রাতে পাহারা দেয়।
আমি আজও স্বপ্ন দেখি তোমায় নিয়ে
থমকে দাড়াই কিছুক্ষণ!!
যখন শিশির ভেজা ঘাসের বুকে
আলো হয়ে ঘুমায় কিশোরী সকাল।
আমি দুরন্ত হয়ে যাই একটু ছুঁয়ে দেখতে
ঘাস ফড়িং এর দুর্দান্ত ছুটে চলায় ক্লান্ত হই।
আমি অক্সিজেন শুণ্যতায় পাই ভারী নিঃশ্বাস,
কঠিন পাহাড়ের বুকে সবুজ অরণ্য খুঁজি।
কোন এক বাঁধ ভাঙ্গা পূর্নিমার রাতে
নিজেকে আবিষ্কার করি শুভ্র সফেদ ভালোবাসার পূর্ণতায়।
তোমাকে ভুলে যেতে চাইলেও ঠিক হয়ে ওঠেনা,
অনুশোচনার দগ্ধ দহনে একটু আশ্রয় খুঁজি।
তোমার হৃদয় মন্দিরে,অনাদিকালের
শ্রেষ্ঠ ভালোবাসার উপাখ্যানে বারবার।
পারভীন আকতার – কবি, সাহিত্যিক ও সংগঠক।