হিমালয়ের হাওয়া হেমন্ত
শরৎ তাড়িয়ে সে চতুর্থ,
আমন ধানের নিমন্ত্রণ
অতিথি পাখির আগমন।
হেমন্তের শিশির ঝরা নিশিতে
ফোটে শিউলি হাসনাহেনার হাসিতে,
শিতের সকালে নানা রঙের দৃষ্টি
কামিনীরা সুবাস ছড়ায় মিষ্টি।
হেমন্ত হাওয়ার আগমনী
গরম পোশাকের আমদানি,
গ্রাম বাংলার মানুষগুলী
হেমন্তে করে পিঠা পুলি।
হেমন্তে আপন মহিমায়
মধ্যদুপুরের তেজ কমায়।
শাপলা মিরা – কবি ও মডারেটর চেতনায় সাহিত্য।