Take a fresh look at your lifestyle.

হেমন্ত চাদর

630

 

শিশিরের স্নিগ্ধ পরশ যেন মুক্তর দানা
দূর্বাঘাস আজ বড়ই ক্লান্ত।
মটরশুঁটি বেধেছে সবুজের দানা
অক্ষি আজ সত্যিই বেশ শান্ত।
দূর থেকে উঁকি দিচ্ছে কম্বল কিংবা চাদর
বিহান বেলার একমুঠো রোদ্দুর।
যেন নবীন রূপে সেজেছে আজ
উত্তাল তরঙ্গে ভরা যৌবনে সমুদ্দুর।
মিষ্টি রসের হাড়িতে লুকানো অনুভূতি
ঠিক নাগরদোলায় দোলিত ইচ্ছে।
বাহারী পিঠা আজ অবলীলায়
মনটা বারবার কেড়ে নিচ্ছে।।

 

আব্দুল মতিন- সম্পাদক,

চেতনা বিডি ডটকম। 

Leave A Reply

Your email address will not be published.