এলো রে এলো হেমন্ত এলো
শীতল মেঘ নিয়ে,
ভোরের প্রকৃতি ঢেকে দিল
কুয়াশার চাদর দিয়ে।
সাজালো প্রকৃতি ভিন্নরূপে
মুগ্ধতা ছড়ালো একরাশ,
বিন্দুবিন্দু শিশির ফোঁটায়
ভিজালো মলিন ঘাস।
শিউরে ওঠে গায়ের লোম
ফেললেই পা ঘাসে,
হেমন্তের ছোঁয়ায় কামিনী ফুল
মাথা নোয়ায়ে হাসে।
তপ্ত দুপুরে দিগন্ত জুড়ে
সোনালী রোদ্দুর পড়ে,
ফসল মাঠের সোনালী আবেশ
কৃষকের মন ভরে।
তানজিলা ইসলাম আলো- কবি।