আঁধার ছিঁড়ে আলোর খবর আনতে
কষ্ট-শিকল প্রাণপণে হয় টানতে
সাহস নিয়ে সাগর নদী সাঁতরাতে হয়
অন্ধকারেও সম্ভাবনা হাতরাতে হয়
জীবন দিয়েও সফল যারা
তাদের খবর জানতে হবে জানতে
বিজয় নেশায় পাগলপারা হলেই
আলোর পরশ দেখবে পায়ের তলেই
স্বপ্নগুলো নতুন করে রাঙাতে হয়
বাধার প্রাচীর শক্ত হাতে ভাঙাতে হয়
বৈরী হাওয়ায় লাগাম টানো
দৃপ্ত পায়ে চলতে বিজয় প্রান্তে।
ডঃ মাহফুজুর রহমান আখন্দ- কবি, সাহিত্যিকও গবেষক। প্রফেসর – রাবি