Take a fresh look at your lifestyle.

নতুন সূর্য -১

545

 

ইমনের আজ বিশেষ দিন। অনার্স প্রথম বর্ষের প্রথম দিন। ইমনের বাসা কুড়িগ্রামের উলিপুর।বাবা উলিপুরের সুপ্রতিষ্ঠিত ব্যবস্যায়ী।

গত পরশু রাজশাহী এসেছে। কাজলা আবাসিক এক ছাত্রাবাসে সিট নিয়েছে ইমন। ক্লাশ শুরুর দিন বিশেষ আকর্ষণ থাকে ভার্সিটি লেভেলের স্টুডেন্টদের।
সাড়ে আট বাজে ৯ টায় ক্লাস।
১৫ মি আগেই মমতাজ উদ্দীন কলা ভবনে উপস্থিত ইমন।ক্লাস নিলেন রেজাউল স্যার- বেশ প্রাণবন্ত লেগেছে আজকের ক্লাস।

স্যারের বিশেষ পরামর্শ ছিল- পড়াশোনায় যেন একে অপরের পরিপূরক হই সবাই।
ঐ দিন ৯৫% ছাত্র -ছাত্রী উপস্থিত ছিল।
ইমনের পরিচয় হয় – রুমা, শওকত আর শিশির নামের বন্ধুদের সাথে।

লেকচার সিট,প্রয়োজনী ইনফরমেশন নিতে সর্বদা শিশির আর ইমনের যোগাযোগ হতো।
শিশির নাটোরের লালপুর থেকে এসেছে।
মহীয়সী রোকেয়া হলে তার প্রতিবেশি বন্যার সাথে থাকে।
বন্যা ইংরেজিতে ৩য় বর্ষে পড়ে। পুরো নাম বন্যা বডুয়া।
বন্যা হিন্দু ধর্মের হলেও শিশিরের সাথে মিশে থাকে একদম।

বলতে বলতে দূর্গা পূজা সামনে এলো।
বন্যা এ ছুটিতে লালপুর যাবে।
ইমন আর শিশিরের কথা হচ্ছিল –

শিশির বলছে, কাল তো বন্যার সাথে গ্রামে যাব।

– কেন? সামনে তো ইনকোর্স পরীক্ষা।

যাই মা অসুস্থ এ ছুটিতে দেখা করে আসি।
দূর্গা পূজা শেষ হলেই আমি বন্যা একসাথে চলে আসব।

– আচ্ছা যাও সাবধানে যেও।

বিভিন্ন সময়ে শিশিরের খুব প্রিয় হয়ে উঠে ইমন।
টাকা ধার, নোট ফটোকপি, ছোটখাট বাজার করা, সবকিছুতেই নিবিড় বন্ধুত্ব শুরু হয় ওদের মাঝে।

……. চলবে

আব্দুল মতিন – সম্পাদক,চেতনা বিডি ডটকম 

Leave A Reply

Your email address will not be published.