Take a fresh look at your lifestyle.

নতুন সূর্য -৩

476

 

কাল পহেলা বৈশাখ। সাহিত্য প্রেমীদের কাছ এ দিন খুব বর্নাঢ্য। ইমন শিশির বিকেলে বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদের আয়োজনে ” অনাবাদী মাঠে জাগাও সবুজ দেখবে।

সন্ধ্যার সূর্যাস্তের পর তারা আর ডি এ ( মাকের্টে) এসেছে। সাদা আর লাল নতুন সাজের পাঞ্জাবি ইমনকে গিফট করল শিশির। ইমন শিশিরকে একটি চিকন কারুকাজে অঙ্কিত হলুদ শাড়ী উপহার দিল।

বেশ হাসি-খুশি দুজন। অনার্স প্রথম বর্ষে শিশিরের চেয়ে ইমন ১১ মাকর্স বেশি পেয়েছে। আবার দ্বিতীয় বর্ষে শিশির ইমনের চেয়ে ১০ মাকর্স বেশি পেয়েছে। রিক্সায় শিশির ইমন গা ঘেঁষে বসেছে। চাঁদের আলোয় শিশিরকে অপূর্ব সুন্দর লাগছিল।

ইমন মনে করেছিল তার ধ্যানের লক্ষ্ণী, বাহুডোরে স্থান পেয়েছে।
ইমন শিশিরকে হলে নামিয়ে দিয়ে ম্যাচে প্রবেশ করল।

সারা ক্যাম্পাস জুড়ে বৈশাখী উৎসবে আন্দোলিত। বিকেলের আগে কোথায় বের হয়নি ইমন-শিশির।
চারিদিকে হৈ হৈ রবে উৎসব আমেজ বিরাজ করছে রাবিতে।

শহীদ স্মৃতি সংগ্রহ শালাতে বিকল্পের প্রোগ্রাম যেন দৃষ্টি আকর্ষণ করেছে সবার।
আব্দুল্লাহ হিল কাফীর রম্য অভিনয় যে কোন ঊষর হৃদয় হাসির বৃষ্টিতে মুখরিত হবে।

অনুষ্ঠান চলছিল- হঠাৎ শিশিরের ফোনে বাসা থেকে কল এলো! মহুর্তের মধ্যে শিশিরের উজ্জ্বল তনু বৈশাখী কালবৈশাখী রূপ নিল।
মা মৃত্যু দুয়ারে… দু তিনটি কথা বলেই ইমনের কাছ থেকে বিদায় নিয়ে দ্রুত লালপুর অভিমুখে রওনা দিল শিশির।

রাত সাড়ে নয় টায় বাসাই ঢুকতেই কয়েক জনের ভারাক্রান্ত কণ্ঠে ইন্নালিল্লাহি……. রাজিউন শুনতেই কান্নার ভেঙে পড়ল শিশির।

…… চলবে

আব্দুল মতিন – সম্পাদক, চেতনা বিডি ডটকম

Leave A Reply

Your email address will not be published.