Take a fresh look at your lifestyle.

পোস্টমার্টেম- ৮

562

 

জামিল সাহেব বাসায় ফিরেই শালা শালিদের নিয়ে বেশ আনন্দ খুশিতে ভেতে আছেন। বুয়া চা দিয়ে গেলো জমজমাট আড্ডা।
শিহাবের মা আজ আল নিজেকে সামলাতে পারছেন না। এ যেনো মস্ত বড়ো একটা ভুল করে ফেললেন। একটা অধ্যায়ের যেনো পরিসমাপ্তি ঘটালেন নিজ হাতে।
নিজের জীবনের না পাওয়া হতাশা যেনো বড্ড বেশি তাকে কষ্ট দিচ্ছে।বিবার পছন্দ করা পাত্রকে নিয়ে এক ছাদের নিচে বাস করলে ধ্যানে গ্যানে ছিলো সুইডেন প্রবাসী আমিত। তার আজন্ম ভালোবাসা আজ অনেক দুরে।
এই অমিত সম্পর্কে পাঠককূল একটু না জানলেই নয়।
অষ্টম শ্রেণী পড়া অবস্থায় শিহাবের আম্মুকে ভীষণ পছন্দ করতেন। তার কাছেই শিহাবের আম্মু নীলা কে ভালোবেসে ফেলেছিলেন কিন্তু ঢাকা ভার্সিটির মেধাবী ছাত্র বেকার তখনও তাই কিছু বলতে পারে নাই।
পাশ করে বের হবার আগেই বিয়ে হয়ে যায় নীলার। ফিরে এসে বৃত্তি নিয়ে বিয়ে করে সুইডেনে চলে গেলেও যোগাযোগ টা ঠিকই রেখেছেন। অমিত চাইতো নীলার ছেলের সাথে তার মেয়ে তনিমার বিয়ে হোক সেখানেও বিধিবাম।
তনিমাও ডাঃ কিন্তু ওর মা চাইতো লন্ডন ফেরত প্রকোশলী জামাই। অনেক টাকা আছে। মেয়ে রাজী ছিলোনা প্রথমে বড়লোক জামাই অনেক টাকা তাকে অন্য কিছু ভাবতে দিলোনা।
অনেক দির পর দরজা বন্ধ করে অমিত কে খুশির খবরটা দেওয়ার জন্র ফৌন দিলো,,,
হ্যলো অমিত?
হ্যাঁ নীলা কি মনে করে?
আজ শিহাবের বিয়ে হলো
নীলা তুমি এসব কি বলো?
আমি আগামি মাসে ঢাকা আসছি আর তুমি?
যাক অমিত আর বলোনা আমি সহ্য করতে পারছিনা।
ঠিক আছে
বই মেলায় আসছো তো?
বৌভাকে নিয়ে এসো
আমি এবারই তনিমা বিয়ে দিয়ে যাবো
তোমারা আবশ্যই থাকবে ইনশাআল্লাহ।
আচ্ছা অমিত রাখছি। আমি একটু শিহাবের সাথে কথা বলি।
শিহাবের কাছে ফোন করলো বাবা ডিনার সেরেছো?
না মা ক্ষুধা নাই।
পিয়াসার সাথে কথা বলেছো?
হ্যাঁ বলেছি পারলে সবাই ঘুমিয়ে পড়লে তুমি একটা ফোন দিও। আচ্ছা রাখলাম।
আসসালামুয়ালাইকুম।
কিছূ সময় পর সবাই ঘুমাতে গেলো নীলা ফোন দিলো পিয়াসার কাছে
পিয়াসা, আসসালামুয়ালাইকুম
আপনি কেমন আছেন আন্টি।
জ্বী ভালো
নীলা, শিহাব ফোন করেছিলো?
হ্যাঁ আমি রিসিভ করিনাই।
কেনো?
না আন্টি সেটা ঠিক হতোনা।
তবে ম্যাসেজে এস পি ফাউন্ডেশন নিয়ে একটু কথা হয়েছে।
আপনি টেনশন করবেন না।
আমি সকালে হাসপাতালে যেয়ে কাগজপত্র রেডি করবো।
শিহাব আসলে আমরা জমি দেখতে যাবো।
আচ্ছা রাখছি আন্টি বলেই পিয়াসা একটা পুরাতন ফাইল খুঁজতে যেয়ে চমকে উঠলো,,.

চলবে…….

 

পারভীন আকতার পারু – সহ সম্পাদক,  চেতনা বিডি ডটকম। 

Leave A Reply

Your email address will not be published.